THE MASTER
[By Rabindranath Tagore]
I am, today, Kanai Master;
The student is my kitten.
(I just
show him the stick, Mom,
I promise,
he never gets beaten.)
Everyday
he arrives late,
He pays me
no attention,
He lifts
his leg and yawns,
Much as I
exhort, “Listen!”
Day in,
and day out he plays
Away from
studies he stays.
I say, “A
E I O U”
He only
says, “Miu, miu!”
First Part
pages open,
Lessons I
try to imbue –
“Never you
steal any food;
Like
Gopal, be good and true!”
Nothing I
say works any,
Nothing
goes through those ears…
The moment
he sees a fish
Every
lesson disappears
If ever
flies in a sparrow
He shoots
out like an arrow.
I stick
to, “A E I O U”
The rogue
just says, “Miu, miu!”
I tell him
again and again
“Study
time means one studies.
Once you
finish your lessons,
go ahead,
play with your buddies.”
He pulls
an innocent face,
He peeks
at me askew
His
expression seems to say,
“Yes, yes,
I got you.”
The moment
he finds a chance
He
vanishes without a glance.
I say, “A
E I O U”
He only
says, “Miu, miu!”
মাস্টারবাবু (mastarbabu)
আমি আজ কানাই মাস্টার,
পোড়ো মোর বেড়ালছানাটি।
আমি ওকে মারি নে মা, বেত,
মিছিমিছি বসি নিয়ে কাঠি।
রোজ রোজ দেরি করে আসে,
পড়াতে দেয় না ও তো মন,
ডান পা তুলিয়ে তোলে হাই
যত আমি বলি "শোন্ শোন্'।
দিনরাত খেলা খেলা খেলা,
লেখায় পড়ায় ভারি হেলা।
আমি বলি "চ ছ জ ঝ ঞ',
ও কেবল বলে "মিয়োঁ মিয়োঁ'।
প্রথম ভাগের পাতা খুলে
আমি ওরে বোঝাই মা, কত--
চুরি করে খাস নে কখনো,
ভালো হোস গোপালের মতো।
যত বলি সব হয় মিছে,
কথা যদি একটিও শোনে--
মাছ যদি দেখেছে কোথাও
কিছুই থাকে না আর মনে।
চড়াই পাখির দেখা পেলে
ছুটে যায় সব পড়া ফেলে।
যত বলি "চ ছ জ ঝ ঞ',
দুষ্টুমি ক'রে বলে "মিয়োঁ'।
আমি ওরে বলি বার বার,
"পড়ার সময় তুমি পোড়ো--
তার পরে ছুটি হয়ে গেলে
খেলার সময় খেলা কোরো।'
ভালোমানুষের মতো থাকে,
আড়ে আড়ে চায় মুখপানে,
এম্নি সে ভান করে যেন
যা বলি বুঝেছে তার মানে।
একটু সুযোগ বোঝে যেই
কোথা যায় আর দেখা নেই।
আমি বলি "চ ছ জ ঝ ঞ',
ও কেবল বলে "মিয়োঁ মিয়োঁ'।
Pictures: Pixabay
Comments
Post a Comment