
My niece’s 23rd birthday It is my niece’s birthday today. We live in two different continents. I’ve decorated my room with balloons and miaowed Happy Birthday to her. জন্মদিনের গান (jonmodiner gan) বেহাগ । চৌতাল ভয় হতে তব অভয়মাঝারে নূতন জনম দাও হে ! দীনতা হইতে অক্ষয় ধনে , সংশয় হতে সত্যসদনে , জড়তা হইতে নবীন জীবনে নূতন জনম দাও হে ! আমার ইচ্ছা হইতে হে প্রভু , তোমার ইচ্ছা - মাঝে , আমার স্বার্থ হইতে হে প্রভু , তব মঙ্গল কাজে -- অনেক হইতে একের ডোরে , সুখদুখ হতে শান্তিক্রোড়ে , আমা হতে নাথ , তোমাতে মোরে ...